মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন ডাকাত নিহত

মাগুরার শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মাগুরা-যশোর মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় জানান, রাতে রামকান্তপুর এলাকায় সড়কে গাছ ফেলে লুটপাটের চেষ্টা করে ডাকাতরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাতদল পালিয়ে যায়। তবে এলাকাবাসীর সহায়তায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ডাকাতকে উদ্ধার করে মাগুরার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ডাকাতের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংস্থাটি জানায়, গোলাগুলির সময় পুলিশের উপপরিদর্শক (এসআই ) নাসিরসহ পাঁচ সদস্য আহত হন।