বুয়েট শিক্ষক ফারসিম মান্নানের গতিবিধি প্রশ্নবিদ্ধ : অজয় রায়
মুক্তচিন্তা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের হত্যার সাথে শিবিরের সংশ্লিষ্টতা আছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা অজয় রায়। আর এ ঘটনায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফারসিম মান্নানকে সন্দেহের চোখে দেখছেন তিনি।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে নাগরিক কমিটির এক আলোচনায় এসব অভিযোগ করেন অজয় রায়। এ সময় তিনি বলেন, এরই মধ্যে তিনি সিআইডি ও গোয়েন্দা বিভাগের কাছে ঘটনার সময় জড়িতদের ছবিসহ নাম বলেছেন। তবে এখনো দৃশ্যত ঘটনা তদন্তের কোনো অগ্রগতি হয়নি অভিযোগ করে প্রকৃত অপরাধী গ্রেপ্তারের দাবি জানান অভিজিতের বাবা।
ওই দিন বইমেলার এক আলোচনায় পরিকল্পিতভাবে অভিজিৎকে ডেকে নেওয়া হয়েছিল অভিযোগ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক এই অধ্যাপক বলেন, ‘ফারসিম মান্নানের চরিত্র, গতিবিধি আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তিনি একটি ফেসবুক বার্তার মাধ্যমে ওই দিন একটি সভা ডাকেন। সেখানে অভিজিৎ, তার স্ত্রী, ফারসিম মান্নানসহ ১১ জন ছিলেন। এঁদের মধ্যে চার-পাঁচজন যুবক অনাহূত ছিলেন। এঁরা ‘জিরো টু ইনফিনিটি’ ও ‘পাই’ ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। দেখা গেল, এ দুটি ম্যাগাজিনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা আছে। শিবিরের একটি সার্ভার থেকে সমস্ত প্রক্রিয়াটি চালানো হয়। ফারসিম মান্নান এর প্রধান উপদেষ্টা।”
অভিজিতের বাবা বলেন, “অনাহূতরা নিজেদের এ দুটি ম্যাগাজিনের লোক বলে পরিচয় দেয়। ‘জিরো টু ইনফিনিটি’ ও ‘পাই’ ম্যাগাজিনের সম্পাদক আবদুল আল-মামুন, তিনি শিবিরের একজন ঘনিষ্ঠ ও ওপরের মহলের সদস্য। এগুলো হয়তো অভিজিৎরা জানত না। অভিজিৎ ও তার স্ত্রী যখন সেখানে আসে তখন অনাহূতরা চলে যায়। ফারসিম মান্নানই তাদের ডেকে এনেছিলেন বলে তারা জানায়।”
অধ্যাপক অজয় রায় আরো বলেন, ‘পিতার আগে পুত্রের মৃত্যু হয়েছে। সেটি যদি অস্বাভাবিক হয়, তাহলে তা পিতার জন্য আরো কষ্টকর। আমি ও আমার পরিবার মানসিকভাবে বিধ্বস্ত। আমরা কিছুতেই এ হত্যাকাণ্ড মেনে নিতে পারছি না।’
এ অভিযোগের ব্যাপারে বুয়েট শিক্ষক ফারসিম মান্নানের বক্তব্যের জন্য যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তিনি টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, তিনি বিষয়টি নিয়ে অস্বস্তিবোধ করছেন। স্বস্তিবোধ করলেই তিনি তাঁর প্রতিক্রিয়া জানাবেন।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সাংবাদিক আবেদ খান প্রমুখ।
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লেখক ও মুক্তমনা ব্লগের সম্পাদক মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন।