অভিজিৎ হত্যাকাণ্ডে বুয়েট শিক্ষককে জিজ্ঞাসাবাদ
লেখক ও ব্লগার অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ড. ফারসীম মান্নান মোহাম্মদীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিবি কার্যালয়ে ফারসীম মান্নানকে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি। তবে ডিবি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, ফারসীম মান্নান বেলা ৩টার দিকে ডিবি কার্যালয়ে আসেন। জিজ্ঞাসাবাদ শেষে তিনি বেরিয়ে যান।
এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় শিক্ষক ফারসীম মান্নানের ‘চরিত্র ও গতিবিধি’ নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক এই অধ্যাপক ২০ মার্চ অভিযোগ করে বলেন, “ফারসীম মান্নানের চরিত্র, গতিবিধি আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তিনি একটি ফেসবুক বার্তার মাধ্যমে ওই দিন একটি সভা ডাকেন। সেখানে অভিজিৎ, তার স্ত্রী, ফারসীম মান্নানসহ ১১ জন ছিল। এদের মধ্যে চার-পাঁচজন যুবক অনাহূত ছিল। এরা ‘জিরো টু ইনফিনিটি’ ও ‘পাই’ ম্যাগাজিনের সঙ্গে যুক্ত। দেখা গেল, এ দুটি ম্যাগাজিনের পেছনে শিবিরের সংশ্লিষ্টতা আছে। শিবিরের একটি সার্ভার থেকে পুরো প্রক্রিয়াটি চালানো হয়। ফারসীম মান্নান এর প্রধান উপদেষ্টা।”
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লেখক ও মুক্তমনা ব্লগের সম্পাদক মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গুরুতর আহত হন।