অভিজিৎ হত্যাকাণ্ড
প্রয়োজনে বুয়েট শিক্ষককে জিজ্ঞাসাবাদ
লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে তদন্তের প্রয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিক ফারসিম মান্নানকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আজ রোববার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘অধ্যাপক অজয় রায় ফারসিম মান্নানের ব্যাপারে সন্দেহে প্রকাশ করেছেন। প্রয়োজনে তাঁকেও আমরা জিজ্ঞাসাবাদ করব।’ হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ক্লু-লেস (যোগসূত্রহীন) মনে করছি এ কারণে যে, অনেক লোকের মধ্যে ঘটলেও হত্যাকারীরা দেখতে কেমন, এটি এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি।’
ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কারো বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামি রেদোয়ানুল যাবেদ রানার অবস্থান নিশ্চিত হলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ ঘটনায় সন্দেহভাজন আসামি শফিকুল ইসলাম ফারাবী পুলিশের হেফাজতে রয়েছেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুর্বৃত্তরা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। তিনি মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ড. অজয় রায়ের ছেলে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে।