খুলনায় বিএনপি-ছাত্রদল নেতাসহ আটক ২৬
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/21/photo-1426919780.jpg)
খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত মহানগরের আটটি থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে দৌলতপুর থানা বিএনপির সহসভাপতি ফারুক আহমেদ এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হল ছাত্রদলের সাধারণ সম্পাদক শাফায়াতও রয়েছেন।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, কেএমপির আটটি থানা এলাকায় শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে এই ২৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন বিএনপি ও একজন ছাত্রদল নেতা রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই-বাছাই করে আজই মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হবে।
মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, পুলিশ প্রতিদিনই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাসায় তল্লাশি চালাচ্ছে। নেতা-কর্মীদের না পেলে পরিবারে সদস্যদের হয়রানি করছে। ঘরের আসবাবপত্র তছনছ করছে। মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহরুজ্জামান মোর্ত্তজার বাসায় প্রায় প্রতিদিনই পুলিশ হানা দিচ্ছে এবং তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করছে।
বিএনপির এই নেতা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ ধরনের কাজের তীব্র নিন্দা জানিয়ে তাদের এহেন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে কেএমপির মুখপাত্র মনিরুজ্জামান হয়রানির ঘটনা সত্য নয় বলে এনটিভি অনলাইকে জানান। তিনি বলেন, সাহরুজ্জামান মোর্ত্তজার সাত-আটটি মালার পলাতক আসামি। পুলিশ তাঁর বাসায় অভিযান চালাতেই পারে।