মুন্সীগঞ্জে প্রার্থীকে জরিমানা, ৬ আ.লীগ নেতা বহিষ্কার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/03/20/photo-1458472463.jpg)
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ ফজলুল হককে আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে লতব্দী এলাকায় মোটরসাইকেল করে নির্বাচনী মহড়া দেওয়ার সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম শাহিনা পারভীন প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় শ্রীনগরে তিনজন এবং সিরাজদিখানে তিনজনকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃত আওয়ামী লীগ নেতারা হলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ঢালু, বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সেলিম তালুকদার ও তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলী আকবর।
অপরদিকে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. নাসিরউদ্দিন ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. হাবিবুর রহমান সোহাগকেও বহিষ্কার করা হয়েছে।