মাগুরায় চেয়ারম্যান পদপ্রার্থীদের নানা অভিযোগ
মাগুরা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ মোট ৪৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আজ রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সভায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।
জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহর সভাপতিত্বে সভায় প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
সভায় শত্রুজিতপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, শত্রুজিতপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) লিটন কুমার সরকার বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন।
এ সময় আঠারখাদা ই্উনিয়নের স্বতন্ত্র প্রার্থী অমরেশ চন্দ্র অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন তাঁর সমর্থকদের নানা ভয়-ভীতি দেখাচ্ছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
পরে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সব অভিযোগ তদন্ত করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা