কুষ্টিয়ায় ইউপি নির্বাচনে আটজন গুলিবিদ্ধ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এর মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার তেঘরিয়ায় এ ঘটনা ঘটে।
আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেঘরিয়া আইডিয়াল হাইস্কুল কেন্দ্রে ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গণনার শেষের দিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুজ্জামান বিশ্বাস ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুকুজ্জামান জনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও গুলি ছোড়ে। এ সময় আটজন গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ হয়েছেন আক্কাস আলী (৩৫), আশরাফ (৪৯), আক্তার (৪৫), লালন (২৭), সাইদুল (৩৭), রাসেল (১৮), আব্দুস সালাম (৪১), সেলিম (২৮)। এ ছাড়া রশিদ (৩০), আরিফসহ (১২) আরো একজন আহত ব্যক্তিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, ব্যালট বাক্স রক্ষায় ও দুই পক্ষের সংঘর্ষ এড়াতে তাৎক্ষণিকভাবে উপস্থিত পুলিশও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। তবে কাদের গুলিতে এরা আহত হয়েছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।
এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।