খুলনার ২৯ ইউনিয়নে পুনর্নির্বাচন দাবি বিএনপির
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে ২৯টি ইউনিয়নে পুনরায় ভোট দাবি করেছে বিএনপি। দলটির দাবি, জেলার অধিকাংশ ইউনিয়নে সীমাহীন অনিয়ম হয়েছে।
আজ বুধবার ভোটের একদিন পর খুলনা বিএনপির ইউপি নির্বাচন সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর কে ডি ঘোষ রোডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতারা।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মঙ্গলবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে আর্দশ নির্বাচন বলা তো দূরের কথা ১০ শতাংশ সুষ্ঠু নির্বাচন হিসেবে চিহ্নত করার কোনো সুযোগ আওয়ামী লীগ রাখে নাই। এই নির্বাচনে পুলিশ প্রশাসন ও নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানান নেতারা। তারা জেলার ২৯টি ইউনিয়নের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় তফশিলের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেকেন্দার জাফরউল্লাহ সাচ্চু, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম এবং বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।

মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা