ইনু-শিরীনের নেতৃত্বে জাসদের কাউন্সিল অবৈধ : আম্বিয়া
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আক্তারের নেতৃত্বাধীন কাউন্সিলকে অবৈধ উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির আরেক অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এনেক্স ভবনে সংবাদ সম্মেলনে আম্বিয়া এ দাবি করেন।
জাসদ নেতা বলেন, কারো নিজস্ব চিন্তাভাবনা দলের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। তাই অবৈধ কাউন্সিল বাতিল করলেই কেবল ঐক্যের আলোচনা হতে পারে।
গত ১২ মার্চ দলের জাতীয় কাউন্সিল ও দলীয় নির্বাচন নিয়ে জটিলতায় দুই ভাগে বিভক্ত হয়ে পরে জাসদ। এর একটি অংশে সভাপতিত্ব করছেন হাসানুল হক ইনু আর অপর অংশের সভাপতিত্ব করছেন শরীফ নূরুল আম্বিয়া।