আগামী দফার ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দুই একটি জায়গা ছাড়া সারা বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক ছিল। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘স্থানীয় নির্বাচন সব সময়ে কিছুটা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়ে যায়। নির্বাচনে যেসব স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কারো গাফিলতি থাকলে সে ব্যপারে নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে। আগামী কয়েক দফার নির্বাচনগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় বলেন, ‘দেশে ই-পাসপোর্ট চালু হবে। এ ব্যপারে বিশেজ্ঞরা প্রকল্প তৈরি করছেন। ই-পাসপোর্ট বহনকারীদের ইমিগ্রেশন খুবই সহজ হবে বলেও জানান তিনি।’
টাঙ্গাইল আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহব্বত হোসেন, টাঙ্গাইল