গাজীপুরে ‘অপহৃত’ আইনজীবী উদ্ধার, আটক ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/21/photo-1426952243.jpg)
গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকা থেকে অপহরণ হওয়ার কয়েক ঘণ্টা পর এক আইনজীবীকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই আইনজীবীকে উদ্ধার করা হয়। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
র্যাব ১-এর কমান্ডার মোহাম্মদ শোয়াইব এনটিভি অনলাইনকে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের ঈদগাহ মার্কেটের চেম্বার থেকে এক আইনজীবীকে অপহরণ করার অভিযোগ আসে।
আইনজীবীর নাম রুস্তম আলী (৩২)। তিনি গাজীপুর আদালতের আইনজীবী। এরপর খোঁজখবর নিয়ে জানা যায়, অপহরণকারীরা ওই আইনজীবীকে দিঘির চালা এলাকায় স্থানীয় ক্যাবল ব্যবসায়ী নিঝুম হায়দারের অফিসে আটকে রেখেছে। খবর পেয়ে রাতেই র্যাব ১-এর সদস্যরা অপহৃত ওই আইনজীবীকে আহতাবস্থায় সেখান থেকে উদ্ধার করে।
মোহাম্মদ শোয়াইব জানান, উদ্ধারের পর তাঁর কাছ থেকে ঘটনার বিবরণে জানা গেছে, জমিজমা ও মাছ চাষের ঘের নিয়ে স্থানীয় ইটাহাটা এলাকার বাসিন্দা ও গাজীপুর আদালতের আইনজীবী রুস্তম আলীদের সঙ্গে তাঁর আত্মীয়দের বিরোধ চলছিল। এর জের ধরেই এই ঘটনা ঘটানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. নাছির উদ্দিন (২৮) নামে একজনকে আটক করা হয়েছে।
এদিকে গাজীপুর মহানগর যুবলীগের কর্মী ও আউটপাড়া ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী নিঝুম হায়দার অভিযোগ করেন, মজলিশপুর ইটাহাটা এলাকার আফজালদের সাথে তাদের চাচাতো ভাই রুস্তমদের পারিবারিক বিরোধ চলছিল। শুক্রবার রাতে তাঁদের ওই বিরোধ মেটানোর জন্য তাঁর ক্যাবল অফিসে সালিসি বৈঠক বসার কথা ছিল। ওই অফিসে ব্যবসার পাশাপাশি দলীয় কার্যক্রম চলে বলেও জানান তিনি।
বৈঠক শুরুর আগেই ৮টার দিকে রুস্তম আলী, রানা মোল্লা, বাতেনসহ জামায়াত-শিবিরের মদদদাতা ১০-১৫ জনের একটি দল তাঁর অফিসে অতর্কিতে হামলা চালায়। তারা ওই অফিসের বিভিন্ন আসবাবপত্র তছনছ এবং অফিসে টাঙানো প্রধানমন্ত্রী ও জাতির জনকের ছবি ভাঙচুর করে পালিয়ে যায়। তিনি তাঁর অফিসে রুস্তম আলীকে ধরে নিয়ে মারধরের কথা অস্বীকার করেন।
জয়দেবপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, কেবল অফিস ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপরাধীদের খুঁজে বের করতে অভিযান চলছে।