সালিসে মাতবরকে কুপিয়ে খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বাড়ির সীমানা নিয়ে সালিস চলাকালে এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছে আরো পাঁচজন।
আজ শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সর্দার আবুল ফায়েজ লক্ষ্মা গ্রামেরই বাসিন্দা। তিনিই মাতবর হিসেবে সালিস পরিচালনা করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির সীমানা নিয়ে গ্রামের হোসেন মিয়া ও ইসমাইল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনা মীমাংসার জন্য আজ দুপুরে সালিস বসে। সালিসে মাতবর ছিলেন সর্দার আবুল ফয়েজ।
সালিসে কথাকাটাকাটির একপর্যায়ে সর্দার আবুল ফায়েজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আরো পাঁচজন আহত হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া