বিএসএফকে মিষ্টি খাইয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
এনটিভির পুরোনো ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের আন্তর্জাতিক চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিএসএফের হাতে তিনটি মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবদুল মান্নান। এ সময় বিএসএফের পক্ষে মিষ্টি গ্রহণ করেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর এসবি জামিল বাশার।
মিষ্টি দেওয়া শেষে কোম্পানি কমান্ডার আবদুল মান্নান জানান, বিএসএফের রায়গঞ্জ সেক্টর, পতিরাম ব্যাটালিয়ন ও হিলি ক্যাম্পে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনটি মিষ্টির প্যাকেট দেওয়া হয়।

জাহিদুল ইসলাম, হিলি