গুমের শঙ্কায় দুজন করে প্রার্থী দিল বিএনএফ

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ রোববার সংবাদ সম্মেলন করে বিএনএফ। ছবি : এনটিভি
গুম বা খুনের আশঙ্কায় আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে উত্তর ও দক্ষিণের জন্য দুজন করে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।
আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটির প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ মেয়র পদে চারজন প্রার্থীর নাম ঘোষণা করেন।
ঢাকা সিটি করপোরেশন উত্তরের দুজন প্রার্থী হচ্ছেন শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আতিকুর রহমান খান ও যুবফ্রন্টের আহ্বায়ক কামরুল ইসলাম। আর দক্ষিণের দুজন প্রার্থী হচ্ছেন বিএনএফের দপ্তর সম্পাদক শফিউল্লাহ চৌধুরী ও মহিলা ফ্রন্টের আহ্বায়ক নাছিরা খাতুন।
বিএনএফের প্রেসিডেন্ট বলেন, মনোনয়নপত্র চারজন প্রার্থীই জমা দেবেন। তবে শেষ মুহূর্তে দলের সিদ্ধান্ত অনুযায়ী দুজনকে প্রত্যাহার করা হবে।