নির্মাণের ৪৮ ঘণ্টার মধ্যে হেলে পড়ল সেতুর বেজমেন্ট
নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় মগড়া নদীর উপর একটি বিকল্প সেতুর বেজমেন্ট নির্মাণের ৪৮ ঘণ্টার মধ্যেই হেলে পড়েছে। এ নদীর উপর একটি নতুন সেতু নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। সেতু নির্মাণের সময় মানুষ ও যানবাহনের চলাচল স্বাভাবিক রাখার জন্যই নদীর পশ্চিম পাশে এই বিকল্প সেতুটি নির্মাণ করছিল ঠিকাদার কর্তৃপক্ষ।
বেজমেন্ট তৈরির পর গত শুক্রবার তা হেলে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ খান বলেন, নদীর মাটি খারাপ থাকায় বিকল্প সেতুর বেজমেন্টটি হেলে পড়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানকে সঠিকভাবে বেজমেন্ট নির্মাণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকাদার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নতুন করে বিকল্প সেতুর বেজমেন্ট নির্মাণ করবে।
শহরের মোক্তারপাড়ায় মগড়া নদীর ওপর ১৯৬৫ সালে নির্মিত পাকা সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা নতুন করে নির্মাণ করছে সওজ। সাড়ে ১০ কোটি টাকা ব্যয়ে এ নতুন সেতুটি নির্মিত হবে।
ঠিকাদার নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য একটি বিকল্প বেইলি সেতু নির্মাণের জন্যই বেজমেন্ট নির্মাণ করে। কিন্তু নদীর মাটি পরীক্ষা না করেই বেজমেন্ট নির্মাণ করার তা ৪৮ ঘণ্টার মধ্যেই বিপজ্জনকভাবে হেলে পড়ে।
স্থানীয়রা অভিযোগ করে, এই বেজমেন্টের ওপর বিকল্প সেতু হলে এবং তা দিয়ে যানবাহন চলাচলের সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত।