এ্যানির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
গত ৩১ জানুয়ারি বিচারিক আদালতে এ্যানি আত্মসমর্পণ করলে তাঁকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর ১৫ মার্চ জামিন আবেদন করলে হাইকোর্ট তাঁকে জামিন দেন। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে সাতদিনের জন্য তাঁর জামিনের মেয়াদ স্থগিত করেন।
আদালতে এ্যানির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে গত বছর ১০ অক্টোবর এ্যানির বিরুদ্ধে মামলা করে দুদক। রাজধানীর রমনা থানায় (মামলা নম্বর-১৪) দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
‘শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে মোট এক কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাই তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
তথ্য গোপনের বিষয়ে মামলার এজাহার সূত্রে আরো জানা যায়, বিএনপি নেতা জমি কেনার রেজিস্ট্রেশন ফি বাবদ তিন লাখ ১৩ হাজার ৯৪০ টাকা এবং লক্ষ্মীপুরের কুশখালীতে তাঁর নামে স্কুলে অনুদান বাবদ ১০ লাখ টাকা অর্থাৎ মোট ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা দুদক আইন, ২০০৪-এর ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অন্যদিকে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়ে জানা যায়, এ্যানির দেওয়া রেকর্ড অনুসারে স্থাবর-অস্থাবর ও অপ্রদর্শিত সম্পদ মিলিয়ে মোট তিন কোটি ৭৫ লাখ ৩৫ হাজার ২৬৬ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। যার মধ্যে দায় হিসেবে ৫০ লাখ টাকা দেখিয়েছেন। অর্থাৎ দায় বাদ দিলে তাঁর নিট সম্পদের পরিমাণ হয় তিন কোটি ২৫ লাখ ৩৪ হাজার ২৫৭ টাকা। যেখানে ২০১৩ সালের ৩০ জুনে দেওয়া সম্পদ বিবরণী অনুসারে তার এক কোটি ৭৬ লাখ ৯১ হাজার ৫৮৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। মাত্র ১০ মাসের ব্যবধানে কীভাবে তার এত সম্পদ হলো, তার কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি এ্যানি। তাই মোট এক কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার সম্পদ তিনি অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে, যা দুদক আইন ২০১৪-এর ২৭ (১)ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
চলতি বছরের ২৯ জানুয়ারি এ্যানির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরপর ১২ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদ করে দুদক। প্রাথমিকভাবে অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়ায় চলতি বছরের ২৫ মার্চ সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। এর কিছুদিন পর সম্পদ বিবরণী দাখিল করেন ওই বিএনপি নেতা। তাঁর দেওয়া সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে অনুসন্ধান কর্মকর্তার মামলার সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১ অক্টোবর কমিশন মামলার অনুমোদন দেয়।