মাদারীপুরে আ. লীগ প্রার্থীর কার্যালয় ভাঙচুর, নৌকায় আগুন
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৌফিকুজ্জামান আকনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় দলীয় প্রতীক নৌকায় আগুন দেওয়া হয়।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর অভিযোগ, দলের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান বাবুলের সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে।
গতকাল রোববার রাত ও আজ সোমবার সকালে এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আটজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি শটগানের গুলি ছুড়ে।
স্থানীয়রা জানায়, রোববার রাতে ছিলারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তৌফিকুজ্জামান আকনের তিনটি নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
তৌফিকুজ্জামান অভিযোগ করে বলেন, সাইদুর রহমান বাবুল বাবুল সর্দারের বহিরাগত সন্ত্রাসীরা আমার নির্বাচনী কার্যালয়ে কুপিয়েছে। প্রতীকে আগুন দিয়েছে। এতে আমার আট সমর্থক আহত হয়। তাদের স্থানীয় ক্লিনিক ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার রেশ ধরে আজ সোমবার সকালেও উভয়পেক্ষর সমর্থকদের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের নেতা-কর্মী আহত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ বহিরাগতদের আটকের চেষ্টা চলছে। র্যাব, পুলিশসহ সমন্বিত প্রশাসন তৎপর রয়েছে। এলাকায় থমে থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
হামলা ও ভাঙচুরের ব্যাপারে কথা বলার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।