মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুর ডান চোখ নষ্ট হয়ে গেছে

মাগুরায় মাতৃগর্ভে থাকা অবস্থায় গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার ডান চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আজ বুধবার বর্তমান আট মাস বয়সী শিশুটির মা নাজমা বেগম ও তার বাবা বাচ্চু ভূঁইয়া জানিয়েছেন, তাঁদের মেয়ের ডান চোখ নষ্ট হয়ে গেছে, যা আর কখনো ভালো হবে না। বিষয়টি তাঁদের জানিয়েছেন ঢাকা ধানমণ্ডির আই হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ কাজী সাব্বির আনোয়ার। সুরাইয়ার বাবা-মা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান।
গত বছরের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের কামরুল ভূঁইয়া, আজিবর শেখ ও আলী হোসেনের লোকজনের মধ্যে মাদক ও চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে বৃদ্ধ মোমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ সময় আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা বেগম গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে নাজমা বেগমের অস্ত্রোপচার করে তাঁর গর্ভের সন্তানকে চিকিৎসকরা গুলিবিদ্ধ দেখতে পান। পরে সুরাইয়াকে ঢাকা মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।