মাদারীপুরে আ. লীগের সংঘর্ষে আহত একজনের মৃত্যু
মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হাসান বেপারী (৩০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
urgentPhoto
আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।
নির্বাচন-পরবর্তী সহিংসতায় মাদারীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার সকালে দিয়াপাড়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন গুলিবিদ্ধ হয়। ওই আট জনসহ ১৫ জন আহত হয়।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সানোয়ার হোসেন এবং দলটির বিদ্রোহী প্রার্থী সাহেব আলী অংশ নিলেও দুই প্রার্থী পরাজিত হয়। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এ ঘটনার জের ধরে সকালে সানোয়ার হোসেনের সমর্থক বেলায়েতের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বেলায়েত হোসেনের লোকজনের গুলি ও হামলায় রফিক, কালাম, হাসান, আলহাজ, রুবেল, নাইম, সালামসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। আহত ব্যক্তিদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ রফিক, কালাম ও হাসানের অবস্থা গুরুতর ছিল। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ হাসানের মৃত্যু হয়।