দ্বিতীয় ধাপে সহিংসতা কম হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের চেয়ে দ্বিতীয় ধাপে সহিংসতা কম হয়েছে। আগামীতে আরো কম হবে। তবে দুই পক্ষের আধিপত্য বিস্তারের কারণে নির্বাচন-পরবর্তী সহিংসতা হচ্ছে, এটা মোটেও কাঙ্ক্ষিত নয়।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাদারীপুর শাখার জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তনু হত্যাকাণ্ডটি যেহেতু তদন্তাধীন রয়েছে, সেহেতু এই বিষয়টি নিয়ে এখন কথা না বলাই ভালো। তদন্ত শেষে জানাব।’
মাদারীপুরের জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব ড. মোজাম্মেল হক খান, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিমউদ্দন প্রমুখ।
উল্লেখ্য, ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত হয়েছেন ২২ জন। আর দ্বিতীয় ধাপের নির্বাচনী সহিংসতায় শিশু ও বিশ্ববিদ্যালয় ছাত্রসহ নিহত হয়েছেন ১১ জন।