অবিলম্বে অ্যাটকো সভাপতির মুক্তি দাবি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীকে অবিলম্বে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করা হয়েছে। আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী মুক্তি পরিষদ আজ সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে।
মুক্তি পরিষদের সদস্য-সচিব এম হুয়ায়ুন কবির বলেন, ‘মোসাদ্দেক আলী বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসন থেকে সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও গণমাধ্যমের স্বাধীনতাকে বিশ্বদরবারে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছেন। সে লক্ষ্যেই তিনি টেলিভিশন চ্যানেল মালিকদের ঐক্যবদ্ধ করে প্রতিষ্ঠা করেন টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো।’ অবিলম্বে সরকার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে মুক্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মানববন্ধনে আরো বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সাখাওয়াত সায়ান্ত, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, অনুষ্ঠান নির্মাতা রঞ্জন কুমার দত্ত, গোলাম রওশন ইয়াজদানি, ক্লোজ আপ ওয়ান তারকা বাবু, টুটুল ও মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক সামিনা আক্তার শম্পা।
রাজনীতি ছাপিয়েও দেশের শিক্ষা-সংস্কৃতির বিকাশ, শিশুকল্যাণ, ক্রীড়া উন্নয়ন ও মানবতার সেবায় মোসাদ্দেক আলীর নিয়োজিত থাকার কথা বিবেচনায় নিয়ে তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা।
এ ছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার, গীতিকার মুন্সী ওয়াদুদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টা, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, শুভ্রত উইলিয়াম রোজারিওসহ পেশাজীবী, গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠকরা মানববন্ধনে অংশ নেন।