মাহমুদুর-শওকতের মুক্তিতে প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি শওকত মাহমুদ ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিকরা।
আজ সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির একান্ত সচিব (আপিল বিভাগ) মোহাম্মদ আনিসুর রহমানের কাছে এ বিষয়ে স্মারকলিপি হস্তান্তর করেন সাংবাদিক নেতারা।
প্রধান বিচারপতি বরাবর দেওয়া স্মারকলিপিতে সই করেন সাংবাদিক নেতা ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের একাংশের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি কবি আবদুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসিন ও সাধারণ সম্পাদক মীর আহমেদ মীরু।
স্মারকলিপিতে বলা হয়, মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ দীর্ঘদিন ধরে কারাবন্দি আছেন। সব মামলায় উচ্চ আদালতে জামিন পাওয়ার পরও তাঁদের পুরাতন মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে রাখা হয়েছে। এসব মানবাধিকারের চরম লঙ্ঘন।
মাহমুদুর রহমান ও শওকত মাহমুদ যাতে সব ধরনের আইনি জটিলতা এবং সরকারের অবৈধ তৎপরতা থেকে মুক্ত হয়ে জেল থেকে বের হতে পারেন, সে জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন সাংবাদিক নেতারা।