বগুড়ায় সেই বাড়ি থেকে গ্রেনেড, পিস্তল, গুলি উদ্ধার
বগুড়ার শেরপুর উপজেলার জওয়ানপুর গ্রামে গতকাল রোববার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। পুলিশ ওই বাড়ি থেকে ২০টি গ্রেনেড, চারটি পিস্তল, ৪০টি গুলি ও গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে
পুলিশ জানায়, রোববার রাতে উপজেলার জওয়ানপুর গ্রামের মাহবুবুর রহমানের বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় এলাকাবাসী গিয়ে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়। ঘটনার পর বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে সকালে বোমা নিষ্ক্রিয় দলের সদস্যরা বাড়িতে তল্লাশি চালান। এ সময় বাড়ির ভেতর থেকে ২০টি তাজা গ্রেনেড, চারটি পিস্তল, ৪০টি গুলি, গ্রেনেড তৈরির সরঞ্জাম ও নাইট্রোজেল উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। লাশ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এলাকাবাসী জানায়, গত ১ এপ্রিল মাহবুবুর রহমানের বাড়িটি ভাড়া নেন নিহত দুজন।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজ সোমবার সাংবাদিকদের বলেন, ‘বোমা নিষ্ক্রিয়করণ দল বোমা নিষ্ক্রিয় করেছে। নিহত ভিকটিমদের পরিচয় আমরা উদঘাটন করতে পারিনি। পরিচয় উদঘাটন করতে পারলে আমরা বুঝতে পারব তারা কোনো জঙ্গিগোষ্ঠী বা কোনো দলের সদস্য ছিল কি না।’