কাপ্তাইয়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/05/photo-1459857997.jpg)
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন সুইডেন-বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন কনস্ট্রাকশন বিভাগ থেকে ডিপ্লোমাধারী উপসহকারী প্রকৌশলীদের সরকারি চাকরির নিয়োগে অন্তর্ভুক্ত করার দাবিতে আজ মঙ্গলবার ওই কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, সরকার শান্তিপূর্ণ দাবি মেনে নিয়ে চাকরির নিয়োগে শিগগিরই অন্তর্ভুক্ত না করলে আত্মহত্যার পথ বেছে নেবেন তাঁরা।
আজ কাপ্তাই উপজেলায় সুইডেন-বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেসহ কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ওপর এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক নেতাসহ জনপ্রতিনিধিরাও।
শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান সরকার ২০০৫ সাল থেকে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যুগোপযোগী হিসেবে ডিপ্লোমা ইন কনস্ট্রাকশন বিভাগ চালু করেছিল। এই বিভাগটি চালু হওয়ায় বিপুল পরিমাণ শিক্ষিত যুবক উচ্চশিক্ষার আশায় এই বিভাগে ভর্তি হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই বিভাগ থেকে উপসহকারী প্রকৌশলী হিসেবে পাস করে বের হওয়ার পর অনেক বছর চলে গেলেও সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে চাকরির নিয়োগে এই বিভাগ থাকে না। ফলে এই প্রকৌশলীরা কোথাও আবেদনও করতে পারেন না। দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়মের ফলে এই বিভাগের ডিপ্লোমাধারী বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই শিগগিরই এই বিভাগটি সরকারি নিয়োগে অন্তর্ভুক্ত করার দাবি জানান তাঁরা। মানববন্ধনে ডিপ্লোমাধারী সাবেক শিক্ষার্থী মুহাম্মদ ওসমান গনি তনুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নূর নাহার, কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ, কাপ্তাই পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আবদুল মালেক, শিক্ষক আবদুল মতিন হাওলাদার প্রমুখ।
এর আগে শিক্ষার্থীরা সুইডিশ পলিটেকনিকের মূল ফটক থেকে একটি মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাপ্তাই-চট্টগ্রাম-রাঙামাটি সড়কের দুই পাশে মানববন্ধনে মিলিত হন।