জাসদের মশাল নিয়ে শুনানি শুরু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নির্বাচনী প্রতীক মশাল। আর প্রতীক হিসেবে এটি পাওয়ার দাবি তুলেছে সম্প্রতি বিভক্ত হয়ে যাওয়া দলের দুই পক্ষ।
জাসদের দুই পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে প্রতীক বরাদ্দের বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) শুনানি শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে এই শুনানি শুরু হয়।
এক পক্ষের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আক্তার শুনানিতে উপস্থিত রয়েছেন।
এ ছাড়া জাসদের স্থায়ী কমিটির সদস্য নুরুল আক্তার, ড. আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান শওকত, সাবেক সংসদ সদস্য জিকরুল আহমেদ খোকন, ঢাকা মহানগর জাসদের সভাপতি মীর আক্তার শুনানিতে উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম এবং যুগ্ম সচিব (আইন) ড. শাজাহানও শুনানিতে রয়েছেন।
এর পর বিকেল ৩টায় বাদল-প্রধানের নেতৃত্বাধীন দলের অন্য পক্ষের শুনানির সময়সূচি নির্ধারিত রয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় কাউন্সিলে দুটি আলাদা কমিটি গঠনের বিষয়ে যুক্তি তুলে ধরে সম্মেলনের কার্যবিবরণীসহ আনুষঙ্গিক কাগজ ইসিতে পৌঁছে দেয় দুই পক্ষ। এর মধ্যে রয়েছে পূর্ণাঙ্গ কমিটির তালিকা, সম্মেলনের কার্যবিবরণী ও গঠনতন্ত্রের কপি।
জাতীয় সম্মেলনকে ঘিরে দুই ভাগ হয়ে যায় দলটি। সংসদ সদস্য শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে গত ১২ মার্চ দলের কাউন্সিল থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ।
শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয় এই কমিটিতে। এই কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল।
২০০৮ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ৪০টি দল কমিশনে নিবন্ধিত রয়েছে।