বান্দরবানে ১২ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/08/photo-1460124522.jpg)
বান্দরবানে ছয়টি উপজেলার ২৫টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ায় প্রচার-প্রচারণাও জমে উঠেছে।
এদিকে নির্বাচনের আগেই প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় ১২ জন ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তাঁদের মধ্যে সাতজন সদস্য এবং পাঁচজন সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য।
নির্বাচিতরা হলেন বান্দরবান সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ডে মংনু সাং মারমা, রাজবিলা ইউপির ২ নম্বর ওয়ার্ডে সুইসাচিং মারমা, নোয়াপতং ইউপির ১ নম্বর ওয়ার্ডে থোয়াইচিং মং মারমা, রেমাক্রী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ঞোসিং অং মারমা, তিন্দু ইউপির ৯ নম্বর ওয়ার্ডে সুজন ত্রিপুরা, গ্যালেঙ্গা ইউপির ৮ নম্বর ওয়ার্ডে শৈহ্লাচিং মারমা ও পাইন্দু ইউপির ৯ নম্বর ওয়ার্ডে সিংসানু মারমা।
অপরদিকে নির্বাচিত নারী সদস্যরা হচ্ছেন বান্দরবান সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে আপ্রুচিং মারমা, বলিপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডে আচিং অং মারমা, থানছি সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে রিয়কো ম্রো, রেমাক্রী ইউপির ২ নম্বর ওয়ার্ডের সিংওই মারমা, পাইন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ছোমাইচিং মারমা।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান জানান, ওয়ার্ডগুলোতে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদের মধ্যে সাধারণ ওয়ার্ডে সাতজন পুরুষ এবং সংরক্ষিত ওয়ার্ডে পাঁচজন নারী প্রার্থী রয়েছেন। আগামী ২৩ এপ্রিল জেলার ২৫টি ইউনিয়ন পরিষদে আনুষ্ঠানিক ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ২৫টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৫টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৯৪ জন প্রার্থী লড়ছেন। এ ছাড়া সাধারণ ওয়ার্ডে ৭০৮ জন ইউপি সদস্য প্রার্থী এবং সংরক্ষিত পদে ২১৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বান্দরবানের ২৫টি ইউনিয়নের ২২৭টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হচ্ছে এক লাখ ৩৮ হাজার ৮১৪ জন। তার মধ্যে পুরুষ ৭১ হাজার ৭১৪ জন এবং নারী ভোটার ৬৭ হাজার ১০০ জন।