পটুয়াখালীতে ২০ মণ জাটকা জব্ধ, জরিমানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/09/photo-1460205880.jpg)
পটুয়াখালী শহরের টোল প্লাজা এলাকা থেকে আজ শনিবার ২০ মণ জাটকাসহ একটি মিনিট্রাক ও এর চালককে আটক করে পুলিশ। পরে সেগুলো শহরের গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। ছবি : এনটিভি
পটুয়াখালী শহরের টোল প্লাজা এলাকা থেকে ২০ মণ জাটকাসহ একটি মিনিট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকালে লাউকাঠী নদীর পাড় থেকে হেতালিয়া বাঁধঘাট বাজারে যাওয়ার সময় জাটকাসহ ট্রাকটি আটক করা হয়।
পরে আটক ট্রাকচালক মো. শাহিন সরদারকে (৩০) ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তারিকুল ইসলাম জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। পাশাপাশি আদালত উদ্ধার করা জাটকা শহরের গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন।