ইসিতে ইনুর চিঠি
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতীক মশালের ‘বেআইনি অপব্যবহার রোধে আইনি সুরক্ষা’ চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন দলটির একাংশের সভাপতি হাসানুল হক ইনু।
৮ এপ্রিল ইনুর স্বাক্ষরিত চিঠিটি আজ রোববার ইসির সরবরাহ শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘নিবন্ধিত দল হিসেবে জাসদ নির্বাচন কমিশনের কাছে দলের নাম, নিবন্ধন নম্বর, প্রতীক ‘মশাল’ সংরক্ষণসহ যাবতীয় আইনি প্রাপ্য অধিকার বিষয়ে আইনি সুরক্ষা পাওয়ার দাবিদার।’
সম্প্রতি জাসদের জাতীয় সম্মেলন রাজধানীতে অনুষ্ঠিত হয়। কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দুই ভাগ হয়ে যায় দলটি। সংসদ সদস্য শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে গত ১২ মার্চ দলের কাউন্সিল থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ। শিরীন আখতারের সঙ্গে সভাপতি হিসেবে রয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
অপর অংশে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়। এই কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সংসদ সদস্য মঈনউদ্দীন খান বাদল।
এরপর জাসদের দুই পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে প্রতীক বরাদ্দের বিষয়ে গত ৬ এপ্রিল দুই পক্ষকে ডাকে নির্বাচন কমিশন। এদিন বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে ইসির সম্মেলন কক্ষে প্রথমে শুনানিতে অংশ নেন জাসদের এক পক্ষের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
ওই দিন বিকেলে শুনানিতে অংশ নেন সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। শুনানিতে দুই পক্ষই প্রতীক হিসেবে মশালের দাবি জানিয়েছেন।
আজ ইনু স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘জাসদ দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী ১২.০৩.২০১৬ তারিখে জাতীয় কাউন্সিল অনুষ্ঠান করে। এ কাউন্সিলে জনাব হাসানুল হক ইনুকে সভাপতি এবং জনাব শিরীন আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ কাউন্সিলের প্রতিবেদন যথারীতি নির্বাচন কমিশন বাংলাদেশ-এর কাছে দাখিল করা হয়েছে।’
এরপর চিঠিতে যুক্ত করা হয়, ‘আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সাথে লক্ষ করছি, এ কাউন্সিলের পর জনাব শরীফ নুরুল আম্বিয়া, জনাব নাজমুল হক প্রধান, জনাব মইনউদ্দিন খান বাদলসহ কতিপয় সদস্য দল পরিত্যাগ করে একই নামে পৃথক দল গঠনের অপচেষ্টায় লিপ্ত হয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর নাম, নিবন্ধন নম্বর, প্রতীক ‘মশাল’ বেআইনিভাবে অপব্যবহার করার অপতৎপরতা চালাচ্ছেন।’
তথ্যমন্ত্রী হাসানুল ইনু স্বাক্ষরিত চিঠিতে জাসদের নাম, নিবন্ধন নম্বর ও প্রতীক ‘মশালের’ সব ধরনের আইনি সুরক্ষা দেওয়ার জন্য আবেদন জানানো হয়।
২০০৮ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত ৪০টি দল কমিশনে নিবন্ধিত রয়েছে।