পাহাড়ে বৈসাবি শোভাযাত্রা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/10/photo-1460296823.jpg)
‘জুম্ম সংস্কৃতি বিলুপ্তির ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ হোন’- স্লোগানে রাঙামাটি বর্ণাঢ্য বৈসাবি শোভাযাত্রা করেছে বিজু, সাংগ্রাই, বৈসু, বিহু, বিষু, সাংক্রান-২০১৬ উদযাপন কমিটি।
আজ রোববার সকালে শহরের পৌরচত্বর থেকে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এর আগে উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি শোভাযাত্রারও উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ মংসানু চৌধুরী।
বক্তারা দেশবাসীকে বর্ষবরণ ও বিদায়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম সংস্কৃতিকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একইসঙ্গে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামে সবাইকে মাঠে থাকতে হবে। আনন্দের উচ্ছ্বাসের এই সময়েও উদ্বেগ, উৎকণ্ঠা আর নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে উৎসব পালন করতে হয় বলেও অভিযোগ করেন তাঁরা।