ভাইয়ের স্ত্রীকে বাঁচাতে গিয়ে ভাসুরেরও মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুলাল মিয়া (৫৫) এবং তাঁর ছোট ভাই ফিজির খানের স্ত্রী লিজা বেগম (৩০)।
পরিবারের সদস্যরা জানান, লিজা বেগম বিকেল ৪টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে কাদামাটি তুলতে যান। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় বাড়ির অন্য সদস্যদের চিৎকারে দুলাল মিয়া তাৎক্ষণিকভাবে লিজাকে টেনে তুলতে যান। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে বাড়ির লোকজন দুজনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গিয়ে লাশের প্রাথমিক ময়নাতদন্ত শেষে থানায় নিয়ে যায়।

মোস্তাফিজ আমিন, ভৈরব