ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে টাকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয়ে সোহেল ভুইয়া তুষার নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ছয় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে তাঁকে ভৈরবে ফেলে দিয়ে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
আহত ব্যবসায়ী তুষার জানান, তিনি দুপুরে আখাউড়া থেকে ছয় লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে মাধবপুর যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন মোরশেদ নামে এক সহকর্মী।
ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরের চান্দুরা এলাকায় একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। পরে কয়েকজন যুবক এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চায়। এ সময় মোরশেদকে সরিয়ে দিয়ে তুষারকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় তুষারের সঙ্গে থাকা ছয় লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে অজ্ঞান অবস্থায় ভৈরবে ফেলে দিয়ে যায়।
তুষারের বাড়ি আখাউড়া উপজেলার আহম্মদবাদ গ্রামে।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া