‘আ. লীগের সঙ্গে থাকুন, সুখে বসবাস করুন’

প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে থাকুন, নিরাপদে সুখে-শান্তিতে বসবাস করুন। ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার যে অঙ্গীকার করেছেন তাতে অবশ্যই তিনি সার্থক হবেন।
মাগুরায় শ্রীকোল স্কুল মাঠে আজ রোববার বিকেলে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে শিখর এসব কথা বলেন।
সমাবেশে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, এ দেশে নৌকা মার্কার বিকল্প শুধু ধানের শীষ হতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের যেকোনো মূল্যে নৌকা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরীফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রমুখ।
এদিকে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কুতুবউল্লাহ হোসেন কুটি মিয়া অভিযোগ করেছেন, নির্বাচনী আচরণবিধির কারণে ভিন্ন কৌশলে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখর বিভিন্ন কর্মী সমাবেশে নৌকা প্রতীকে ভোট চেয়েছেন।