ভৈরবে বিএনপির আনন্দ মিছিল
কিশোরগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. শরীফুল আলমকে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটিতে সহসাংগঠনিক পদে নির্বাচিত করায় ভৈরবে আনন্দ মিছিল ও সভা করেছে স্থানীয় বিএনপি।
কর্মসূচি থেকে শরীফুল আলমকে শুভেচ্ছা এবং বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়।
আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব পৌরসভার সামনে সমবেত হয়ে ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ও ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজি শাহীনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে।
পরে পৌরসভার সামনে শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মো. আরিফুল ইসলাম, হাজি শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভিপি, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আল মামুন, উপজেলা যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিয়াজ মুর্শেদ আঙ্গুর, সাধারণ সম্পাদক সানাউল হক সিরাজ, জাসাস সভাপতি আরমান হোসেন চঞ্চল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহেদুল হক ইমন, পৌর ছাত্রদলের সভাপতি মাসুদ মোল্লা প্রমুখ।
এ সময় বক্তারা সরকারের পদত্যাগসহ অবিলম্বে দেশে সাধারণ নির্বাচন দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নের নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান স্থানীয় নেতা-কর্মীদের প্রতি।

মোস্তাফিজ আমিন, ভৈরব