গুগল ডুডলে স্বাধীনতা দিবস
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গুগল অনুসন্ধানে নতুন ডুডল প্রদর্শন করা হচ্ছে। এতে লাল ও সবুজ রঙে গুগল শব্দটি লেখা। আর ইংরেজি ‘Google’ শব্দের তৃতীয় বর্ণ ‘o’-এর স্থানে দেখানো হচ্ছে লাল রঙের জমিনে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার।
ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিন গুগলের হোমপেজে ডুডল প্রদর্শন করা হয়। আর ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়। ডুডলে প্রদর্শিত বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এর ওপর ক্লিক করতে হয়। তখন গুগল অনুসন্ধানের মাধ্যমে বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকা কিছু ওয়েবসাইটের লিংক প্রদর্শন করে।
২০১৩ সালের স্বাধীনতা দিবসে বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রদর্শন করে গুগল। আর অতি সম্প্রতি চলমান বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচ উপলক্ষে গুগলের ডুডল প্রদর্শন করা হয়।

অনলাইন ডেস্ক