বরিশালে ২০ লাখ চিংড়ি পোনা জব্দ
বরিশালে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে বাগদা চিংড়ির প্রায় ২০ লাখ রেনু পোনা জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার সকালে নদীর শিকারপুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করে তারা।
দক্ষিণ জোন কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা আব্দুস সত্তার জানান, হাতিয়া থেকে ট্রলার যোগে বাগদা চিংড়ির রেনু পোনা বরিশালে আনা হচ্ছে; এমন তথ্য ছিল তাঁদের কাছে। এ খবরের ভিত্তিতে সন্ধ্যা নদীর শিকারপুর পয়েন্টে অবস্থান নেয় কোস্টগার্ডের একটি দল।
সকাল সাড়ে ৮টার দিকে মাটির তৈরি হাঁড়ি বোঝাই একটি ট্রলারকে থামার জন্য সংকেত দিলে ট্রলারটি তীরে রেখে পালিয়ে যায় ট্রলারে থাকা লোকজন। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে হাঁড়ি বোঝাই প্রায় ২০ লাখ রেনু পোনা জব্দ করা হয়।
মৎস্য কর্মকর্তা ও নির্বাহী হাকিমের উপস্থিতিতে পোনাগুলো দুপুরে কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।