খাস জমি দখল করে ইকোপার্ক, গুঁড়িয়ে দিল প্রশাসন
মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা ইকোপার্ক গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এ উচ্ছেদ অভিযান।
দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে দীর্ঘদিন ধরে স্থানীয় এক প্রভাবশালীর দখলে থাকা ২০ একর সরকারি খাস জমি উদ্ধার করে জেলা প্রশাসন। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় ১০ কোটি টাকা। প্রায় আট বছর আগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী রোকন আহমদ এই খাস জমি দখল করে নিজের নামে একটি ইকোপার্ক নির্মাণ করেন।
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের রাঙ্গিছড়া এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান পরিচালনা করে ইকোপার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২০ একর জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড টানানো হয়।
কুলাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক, পিয়াস চন্দ্র দাসসহ জেলা পুলিশের একটি দল।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ জানান, জেলাজুড়ে সরকারি খাস জমি উদ্ধারে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়ার রাঙ্গিছড়া টি ই মৌজার ৮৫৪ এবং ৮৬৮ দাগে বিপুল পরিমাণ খাস জমির সন্ধান মেলে। দীর্ঘদিন ধরে রোকন আহমদ নামের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি ২০ একরের ওই খাস জমি দখল করে অবৈধভাবে ইকোপার্ক নির্মাণ করে ভোগদখল করে আসছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরও জানান, অভিযানকালে অবৈধ সব স্থাপনা অপসারণ করে অবৈধ দখলে থাকা ২০ একর খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়। যেখানেই খাস জমি দখলে রয়েছে সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।