ডিবি পরিচয়ে আটক, ছেড়ে দিল র্যাব
বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ছোট ভাই শ্যুটার ছামেদুর রহমান ওরফে নিঠু বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয়েছে। ‘জিজ্ঞাসাবাদ শেষে’ আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁকে ছেড়ে দেয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শিমুল বিশ্বাসের বড় ভাই লুৎফর রহমান বাবুল বিশ্বাস জানান, পাবনা রাইফেল ক্লাবের সদস্য নিঠু বিশ্বাসকে গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাবনা শহরের কুঠিপাড়ার নিজ বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের অস্ত্রধারী একদল লোক। এ সময় বাড়ির লোকজন পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের গোয়েন্দা (ডিবি) পুলিশের লোক বলে জানায়। পরে ডিবি পুলিশ কার্যালয়ের খোঁজ নিলে জানানো হয়, তারা কাউকে আটক করেনি।
বাবুল বিশ্বাস আরো বলেন, ‘বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে আমার ভাই বাসায় ফিরে আসে। সে জানায়, তাকে তুলে নিয়ে র্যাবের পাবনা ক্যাম্পে রাখা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তাকে ছেড়ে দেয়। তাকে ফিরে পেয়ে আমাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।’
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার মেজর আজমল হোসেন বার্তা সংস্থা ইউএনবিকে জানান, নিঠু বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে।

অনলাইন ডেস্ক