কারারক্ষীর খুনিদের অচিরেই গ্রেপ্তার করবে পুলিশ : আইজি প্রিজন
অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা কারারক্ষী রুস্তম আলীর খুনিদের অচিরেই পুলিশ গ্রেপ্তার করবে বলে আশা প্রকাশ করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। তিনি বলেছেন, ‘রুস্তম আলী নিহত হওয়ার বিষয়টি পুলিশ তদন্ত করছে। এ ছাড়া আমরা বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছি।’
আজ সোমবার গাজীপুরে কাশিমপুর কারাগারের সামনে ঘটনাস্থল পরিদর্শন করে কারা মহাপরিদর্শক এ কথা বলেন।
আজ বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর কারাগারের সামনে দুর্বৃত্তদের গুলিতে মারা যান কারারক্ষী রুস্তম আলী। গত ৪ নভেম্বর তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান বলে জানিয়েছেন আইজি প্রিজন।
ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘কারা ফটকের প্রায় ৩০০ গজ দূরে ঘটনাটি ঘটে।’ দায়ী ব্যক্তিদের অচিরেই গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ নিশ্চয়ই তদন্ত করা শুরু করেছে। বিভাগীয় তদন্ত কমিটি আমরা গঠন করছি।’
পরে জানানো হয়, উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন) গোলাম হায়দারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে কারা কর্তৃপক্ষ।
আইজি প্রিজন বলেন, ‘এরই মধ্যে দুজনকে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। হয়তো সেখান থেকে আরো তথ্য উদঘাটিত হবে। তাঁরা প্রত্যক্ষদর্শী ছিলেন।’
পূর্বশক্রতা ছিল কি না জানতে চাইলে সৈয়দ ইফতেখার উদ্দীন বলেন, ‘তিনি (রুস্তম) কাশিমপুর কারাগারে সর্বপ্রধান কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন, কাশিমপুর কারাগারে অনেক জঙ্গি সন্ত্রাসী আছে, তাদের কাজে বাধা দিতে পারেন। আবার ব্যক্তিগত কারণ থাকতে পারে। কারো সঙ্গে শত্রুতা থাকতে পারে। বিষয়টি তদন্ত চলছে। এমন সময় মন্তব্য করা ঠিক হবে না।’
এ রকম ঘটনা ঘটার আগে কোনো হুমকি ছিল কি না জানতে চাইলে আইজি প্রিজন বলেন, ‘পুলিশ থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বিভিন্ন সন্ত্রাসী, জঙ্গিগোষ্ঠী হুমকি দিয়ে থাকে।’