কাশিমপুর কারাগারের বাইরে গুলিতে কারারক্ষী খুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/04/25/photo-1461578212.jpg)
গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকা এক কারারক্ষী। তাঁর নাম রুস্তম আলী। তিনি সর্বশেষ কাশিমপুর কারাগারের মহিলা ইউনিটে সার্জেন্ট ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রতিক্ষদর্শীরা জানায়, আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট ইন্সট্রাকটর রুস্তম আলী কাশিমপুর কারাগারসংলগ্ন প্রধান গেটের সড়কে আহমেদ মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে ওষুধ কিনতে যান। এ সময় তিনজন দুর্বৃত্ত মোটর সাইকেলযোগে অতর্কিতে এসে রুস্তমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রুস্তম আলীর বুকে ও মাথায় গুলি লাগে। তাঁকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রুস্তম আলীকে মৃত ঘোষণা করেন।
রুস্তম আলী কারাগার-সংলগ্ন এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণের কথা ভেবেছিলেন। জমি-সংক্রান্ত কোনো বিরোধ আছে কি না, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনার সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আহমেদ মেডিসিন কর্নারের মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।