বগুড়ায় জেএমবির সদস্য গ্রেপ্তার : ডিবি
বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের মধ্যপাড়া থেকে আবদুল মমিন নামে জামাআ’তুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার রাতে আবদুল মমিনকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করা হয়। এতে আটকের বিষয়ে জানান বগুড়ার এসপি আসাদুজ্জামান।
এসপি জানান, তাঁর নির্দেশে ডিবির একটি দল শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় জেএমবির সদস্য আবদুল মমিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে একটি একে-২২ রাইফেল, রাইফেলের ম্যাগাজিন ও এতে থাকা ২৮টি গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া আরেকটি বিদেশি পিস্তল, ওই পিস্তলের ম্যাগাজিন ও এতে থাকা ২৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
এসপি আরো জানান, গত বছরের ২৬ নভেম্বর দিবাগত রাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় শিয়া মসজিদে হামলা হয়। ওই হামলায় ব্যবহৃত একটি রাইফেল আটক জেএমবি সদস্যের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এই হামলায় তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আসাদুজ্জামান জানিয়েছেন, গ্রেপ্তার আবদুল মমিনকে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তাঁর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।