পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত
পাওনা টাকা নিয়ে সংঘর্ষে বগুড়া সদর উপজেলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনার পর ২৫টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো পাঁচজন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী গ্রামে সংঘর্ষের সময় ওহায়েদ আলী (৫৫) নামে এক বৃদ্ধ আহত হন। আজ শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আছলাম আলী জানান, পাওনা টাকার জেরে গতকাল শুক্রবার বিকেলে বানদিঘী গ্রামের মিলন ও হিরুর মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
হামলায় ওহায়েদ আলী ও ছামাদ আলীসহ মোট পাঁচজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওহায়েদ আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ খবর এলাকায় পৌঁছালে উত্তেজিত লোকজন বানদিঘী পশ্চিমপাড়ার মিলন ও তাঁর আত্মীয়স্বজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নি-সংযোগ করে। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। আতঙ্কে বানদিঘী পশ্চিমপাড়া মানুষশূন্য হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।