কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/27/photo-1427459443.jpg)
প্রতিবারের মতো এবারও উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে।
ধর্মীয় বিশ্বাস মতে, এ স্নানের মাধ্যমে পাপ মোচনের জন্য আজ শুক্রবার ভোর থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহসহ দূর-দূরান্তের হাজার হাজার পুণ্যার্থী হাজির হন উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরের খুরশিদ মহল সেতুসংলগ্ন পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে।
অনেকেই সেখানকার আত্মীয়স্বজনের বাড়ি, স্থানীয় কুলেশ্বরী মন্দির, হোসেনপুর হাইস্কুলসহ বিভিন্ন স্থানে রাত্রিযাপন করেন। ভোর থেকেই পুণ্যার্থীরা নদীতে নেমে বিভিন্ন ধর্মীয় ক্রিয়াদি ও স্নান সম্পন্ন করেন।
অষ্টমী স্নান উপলক্ষে উপজেলার কুলেশ্বরী মন্দির প্রাঙ্গণ, উপজেলা পরিষদ মাঠ ও রামপুর বাজারে মেলার আয়োজন করা হয়। অন্যদিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলায়ও শান্তিপূর্ণভাবে অষ্টমী স্নান সম্পন্ন হয়েছে।
হোসেনপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার এনটিভি অনলাইনকে বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অষ্টমী স্নান উৎসব সম্পন্ন হয়েছে। আনুমানিক দুই লাখ পুণ্যার্থী স্নানে অংশ নেন বলে দাবি করেন তিনি।