ফেনী প্রেসক্লাবে সন্ত্রাসীদের হামলায় সভাপতিসহ চারজন আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/03/photo-1462212261.jpg)
ফেনী প্রেসক্লাবের ভেতরে সন্ত্রাসী হামলায় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ফেনী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে কলেজে পাঠানো হয়েছে।
সন্ত্রাসী হামলায় আরো আহত হয়েছেন দৈনিক জনতা প্রতিনিধি মফিজুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি জাফর সেলিম, একাত্তর টিভির প্রতিনিধি জহিরুল হক মিলু। তাঁদের ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল সোমবার রাত ৯টার দিকে রফিকুল ইসলাম ও তাঁর সহকর্মীরা প্রেস ক্লাবের দেয়ালে আলোচনা সভার ব্যানার টাঙাচ্ছিলেন। এ সময় অতর্কিতে সময় টিভির ব্যুরো চিফ বখতেয়ার মুন্না, মাছরাঙা টিভির প্রতিনিধি জমির বেগসহ বহিরাগত সন্ত্রাসীরা ক্লাবের দোতলায় উঠে রফিকসহ অন্যদের ওপর হামলা চালায়।
এতে রফিকের মাথা ফেটে যায় এবং বাকিরা আহত হন। রক্তাক্ত অবস্থায় রফিককে প্রথমে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রফিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী সদর হাসপাতালে সাংবাদিকদের রফিক জানান, বখতেয়ার মুন্না তাঁর মাথায় মাথায় ছুরি দিয়ে আঘাত করেছেন। জমির বেগসহ অন্য বহিরাগতরা চেয়ার ও লাঠি দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
হাসপাতালে ফেনীর পুলিশ সুপার মো. রেজাউল হক সাংবাদিকদের জানান, ‘সিনিয়ররা বসে বিষয়টি সমঝোতা করুন। না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পুলিশ সুপারের এ বক্তব্যে হাসপাতালে উপস্থিত সাংবাদিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ প্রতিবেদন লেখার সময় সোমবার রাত সাড়ে ১১টা পর্যন্ত মুন্না ও রফিকের সহযোগীরা ফেনী মডেল থানায় মামলা দায়েরের জন্য অবস্থান করছিলেন।