দায়িত্ব কমিয়ে দেওয়া হলো সৈয়দ আশরাফের
দায়িত্ব কমিয়ে দেওয়া হলো জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের। সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৈয়দ আশরাফকে। এখন থেকে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সংসদ সচিবালয়ের উপপরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পরিবর্তে অদ্য ০৩ মে ২০১৬ খ্রি. তারিখ থেকে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
গত বছর হঠাৎ করেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পদ থেকে সৈয়দ আশরাফকে সরিয়ে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হয় তাঁকে। সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।