বগুড়ার ছনকায় বাস খাদে পড়ে নিহত ৪
বগুড়ার শেরপুর উপজেলার ছনকা এলাকায় গতকল শুক্রবার দিবাগত রাতে একটি বাস নিন্ত্রয়ণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (জি সার্কেল) গাজীউল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ওই বাসটি রাত পৌনে ১২টার দিকে ছনকা এলাকার ঘোগার ব্রিজের কাছে কাভার ভ্যান অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে চারজন নিহত হন। আহত হন ১০ জন।
গাজীউল হক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।