ভোট শেষে মিলল বিজিবি সদস্যের গুলিবিদ্ধ লাশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শেষে বিজিবির এক সদস্যের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। আজ শনিবার বিকেল ৪টার পর মাদারগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনের বাথরুম থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত বিজিবি সদস্যের নাম মাহমুদুল হাসান (২২)। তাঁর বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি বিজিবির ৩৫ ব্যাটালিয়নে সিপাহি পদে কর্মরত ছিলেন।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল জানান, মাদারগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে ভ্রাম্যমাণ দায়িত্ব পালন করতে আসেন ৩৫ বিজিবির সিপাহি মাহমুদুল হাসান। বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষে মাহমুদুল হাসান নিজের বন্দুক নিয়ে উপজেলা পরিষদের মিলনায়তনের বাথরুমে যান। এরপর গুলির শব্দ শুনে বাথরুম থেকে তাঁর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
ওসি রামপদ মণ্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিজিবি সদস্য মাহমুদুল হাসান বাথরুমে নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।