মাগুরায় প্রার্থীকে মারধরের পর ভোট স্থগিত, গুলি

মাগুরায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট শেষ হয়েছে। এর মধ্যে গঙ্গারামপুর ইউনিয়নের বামনখালী স্কুলকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এ ছাড়া মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী গোলাম আজম সাবু বাধার মুখে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
সূত্র জানায়, আজ শনিবার বেলা ১১টার দিকে বামনখালী স্কুলকেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ হোসেনকে মারপিট করে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই কেন্দ্রের ব্যালট পেপার ও সিল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ এসে পাঁচটি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তা এ কেন্দ্রের ভোট স্থগিত করে দেন।
চেয়ারম্যান পদপ্রার্থী ফিরোজ হোসেন এ ঘটনার জন্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকদের দায়ী করেছেন।
এ ছাড়া গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি ভোটকেন্দ্রে গণ্ডগোল ঠেকাতে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে।
জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আওয়ামী লীগ সমর্থকরা ভোটকেন্দ্রে এজেন্ট দিতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম আজম সাবু। এ ঘটনার পর সকাল ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
এ ছাড়া শতখালী ইউনিয়নের সিংহের স্বর স্কুল ভোটকেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের সঙ্গে এক স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।