মাদারীপুরে আ. লীগ ১০, স্বতন্ত্র ৯
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ১৩টি ও রাজৈর উপজেলার ছয়টি মোট ১৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ ১০টিতে এবং স্বতন্ত্র প্রার্থীরা বাকি ৯টিতে জয়লাভ করেছে।
শনিবার দিনভর ভোট শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।
কালকিনি উপজেলার নির্বাচিতরা হলেন- কাজী বাকাই ইউনিয়নে নুর মহম্মদ (আ. লীগ বিদ্রোহী), বালিগ্রাম ইউনিয়নে জাকির হোসেন খান (আ. লীগ বিদ্রোহী), বাঁশগাড়ি ইউনিয়নে মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র), ডাসার ইউনিয়নে সবুজ কাজী (আ. লীগ বিদ্রোহী), আলীনগর ইউনিয়নে হাফিজুর রহমান মিলন (আ. লীগ বিদ্রোহী), কয়ারিয়া ইউনিয়নে কামরুল হাসান নূর মোহাম্মদ (আ. লীগ বিদ্রোহী), গোপালপুর ইউনিয়নে ফরহাদ মাতুববর (আ. লীগ বিদ্রোহী), লক্ষ্মীপুর ইউনিয়নে গেন্দু কাজী (আওয়ামী লীগ), সাহেবরামপুর ইউনিয়নে কামরুল আহম্মেদ সেলিম (আওয়ামী লীগ), সিডি খান ইউনিয়নে চাঁন মিয়া শিকদার (আওয়ামী লীগ), নবগ্রাম ইউনিয়নে বিভূতি ভূষণ বাড়ৈ (আওয়ামী লীগ), শিকার মঙ্গল ইউনিয়নে সিরাজুল আলম মৃধা (আওয়ামী লীগ)। এছাড়া রমজানপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ইউনুছ আলী বেপারী বিজয়ী হয়েছেন।
অপরদিকে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে বিধান বিশ্বাস (আ. লীগ বিদ্রোহী), পাউকপাড়া ইউনিয়নে শাহাদাৎ হোসেন (আ. লীগ বিদ্রোহী), ইশিবপুর ইউনিয়নে হিরু খালাশী (আওয়ামী লীগ), কবিরাজপুর ইউনিয়নে টিপু সুলতান (আওয়ামী লীগ), বাজিতপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ), হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নে রেজাউল মাতুব্বর (আওয়ামী লীগ) বিজয়ী হয়েছে।