খালেদা জিয়া লাইফ সাপোর্টে আছেন : শাজাহান খান
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিকভাবে লাইফ সাপোর্টে রয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ শনিবার বেলা ১২টার দিকে মাদারীপুরে হায়দার কাজী জুট মিলস প্রাইভেট লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শাজাহান খান।
নৌমন্ত্রী আরো বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি, খালেদা জিয়া রাজৈনতিকভাবে লাইফ সাপোর্টে আছেন। ওনাকে জীবন রক্ষা করতে হলে, রাজনৈতিকভাবে তাঁকে যদি রক্ষা পেতে হয়, তাহলে নির্বাচনের মধ্য দিয়ে তাঁকে নতুন করে দাঁড়াতে হবে। অন্যথায় যে ভুলটা বিগত জীবনে করেছেন, আরেকটি ভুল করলে তাদের চরম পরিণতির ফল ভোগ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বিএনপি যখন হরতাল-অবরোধ ডেকেছে, তখন মানুষ মানে নাই। এমনকি তাদের দলের লোকজনও এই হরতাল-অবরোধ মানেনি। তারা মিল চালিয়েছে, গাড়ি চালিয়েছে, লঞ্চ চালিয়েছে, দোকান-ব্যবসা করেছে। এখন তাদের সুযোগ সিটি নির্বাচনে অংশ নিয়ে আবারও গণতন্ত্রে ফিরে আসার। নির্বাচনে ষড়যন্ত্র করলে তারাই তার খেসারত দেবে।’
শাজাহান খান এ সময় বিএনপিকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী হায়দার হোসেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সাবেক পৌর মেয়র চৌধুরী নূরুল আমল বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব খান প্রমুখ।
মাদারীপুরের সৈদারবালী এলাকায় ৪০ একর জায়গাজুড়ে হায়দার কাজী জুটমিল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

এম আর মুর্তজা, মাদারীপুর